নারায়ণগঞ্জের ৫টি সরকারী দপ্তরে ৫০ লাখ টাকা দিলেন পাপ্পা গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরগুলোতে করোনায় বিপর্যস্ত লোকদের পাশে থাকার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন বিসিবির পরিচালক ও গাজী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। ১১ই মে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর হাতে এ টাকার চেক তুলে দেন তিনি। করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের মানবিক সহায়তার জন্য তিনি এ অনুদান প্রদান করেছেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক তুলে দেওয়ার সময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, করোনা পরীক্ষার জন্য একটা সময় আমাদের ঢাকায় যেতে হতো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেন।

পরে তিনি আমাকে ল্যাব স্থাপনের নির্দেশ দেন। আমরাই প্রথম রূপগঞ্জে বেসরকারি করোনা পরীক্ষা ল্যাব স্থাপন করেছি। গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আমরা রিপোর্ট জানানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা সংকটের সময় সরকারের পাশে থেকে কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা মনে করি, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারলে পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লার কাছে ১০ লাখ টাকার চেক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের কাছে ৫ লাখ টাকার চেক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর কাছে ৫ লাখ টাকার চেক, রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে ১৫ লাখ টাকার চেক এবং তারাবো পৌরসভাকে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এসব অর্থ প্রদান করেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

অনুষ্ঠানে গাজী পরিবারকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। করোনা ভাইরাসে সারা বাংলাদেশ যখন এলোমেলো তখন আমাদের গাজী পিসিআর ল্যাব অনেক সাফল্য এনে দিয়েছে। আমরা দ্রুত রোগী শনাক্ত করতে পারছি। অনেক মানুষের অনেক টাকা আছে। কিন্তু কেউ এগিয়ে আসে না। নিজের টাকায় গাজী পরিবার করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। আমাদের অনেক মেডিকেল সাপোর্ট দিয়েছে।

এছাড়া টাকা অনুদানসহ নানা সরঞ্জামাদি দিয়ে সহযোগীতা করেছে। তার জন্য গাজী গোলাম মর্তুজা পাপ্পাসহ গাজী পরিবারকে ধন্যবাদ জানাই। আমরা বর্তমানে অন্য যেকোনো জেলার তুলনায় ভালো আছি।

পৃথক চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক ভিপি মনির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজের ভিপি তুহিন, এজিএস আশিকসহ আরো অনেকে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লুঙ্গি , শাড়ি , থ্রি পিস বিতরণ করেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

add-content

আরও খবর

পঠিত