নারায়ণগঞ্জের ১৮২ জন গৃহহীনকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ২য় পর্যায়ে ঘর পেলেন ১৮২টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ ২০ই জুন রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সাড়ে ৫৩ হাজার ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বন্দর উপজেলায় ১৫টি সহ ৫ উপজেলার ১৮২ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও কবুলিয়তনামা দলিল হন্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান। প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।

বন্দর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার সহ প্রমুখ ।

এর আগে নারায়ণগঞ্জ জেলায় ৩৪৬ পরিবারের মাঝে জমি ও গৃহ হন্তান্তর করা হয়েছে। এনিয়ে এই জেলার মোট ৫৮২ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হচ্ছে।

এদিকে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড়  ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী আবদুস সালাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিবর্ষের বিশেষ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৮২ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ২ শতাংশ জমিসহ গৃহ হন্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর কাছে ঘর উপহার পাওয়া বন্দর উপজেলার বাসিন্দা মোতালেব মিয়া জানান, আগে বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পরতো। সারারাত জেগে থাকতে হতো। অনেক কষ্টে দিন যাপন করতে হতো। এখন প্রধানমন্ত্রী আমাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা খুব খুশি।

উল্লেখ্য, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলায়  ভুমিহীন গৃহহীনদের জন্য ৬৬৭ টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারী ৩৪৬টি ঘর হস্তান্তর করা হয়। মুজিব বর্ষেই বাকি ঘরগুলো হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসক জানান।

add-content

আরও খবর

পঠিত