নারায়ণগঞ্জের তল্লায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ‍( নিজস্ব প্রতিবেদক ) : বীর মুক্তিযোদ্ধা  গিয়াস উদ্দিন বীর প্রতিক ও হাবিবুর রহমান চৌধুরী সহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের নিয়ে  স্মরণ সভা ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নাসিক ১১নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে তল্লা এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তাবিত স্থানে এই আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধার সন্তান এস এম হাসান রাব্বির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা  সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড.নুরুল হুদা,  সাবেক সদর কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা কমান্ডার সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা।

এ সভায় বক্তারা বলেন, আগামীতেও ৫ ডিসেম্বর এই দিনটি পালন করার জন্য আহবান রইল। যারা এ আয়োজন করেছে তাদেরকে দায়িত্ব নিযে এভাবেই মুক্তিযোদ্ধাদের সম্মানে পাশে থাকতে হবে। তাছাড়া আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন, সামসুদ্দিন প্রধান, ওয়ালী মাহমুদ খান, মাহফজুর ইসলাম বকুল, মো. আজিজ বাচ্চু, জালাল উদ্দিন জালু, মো. আব্দুস ছালাম, স্মরণ সভার সার্বিক তত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান মোঃ শাকিব হোসেন রানা, এসএম হাসান রাব্বি, আব্দুল করিম অপু, মো. জনিসহ আরও অনেকেই।

add-content

আরও খবর

পঠিত