নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী শুক্রবার(৮ মার্চ) রাত ১২টা থেকে ৯ মার্চ রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের কিছু এলাকায় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলও বন্ধ থাকবে টানা তিন দিন। মঙ্গলবার (৫ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ৯ মার্চ ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য ও ১ নং ওয়ার্ডর সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ৮ মার্চ দিনগত রাত ১২ টা থেকে ৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক নির্বাচনী এলাকায় ৮ মার্চ রাত ১২টা থেকে ৯ মার্চ রাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। এছাড়া ৭ মার্চ রাত ১২টা হতে ১০ মার্চ রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ ব্যবহৃত এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহে অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।