নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে মো. তুহিন ইসলাম (১৭) নামে এক কিশোরের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ২ মাস ২০ দিন পূর্বে নিখোঁজ হয়েছিলেন। ১০শে মার্চ বৃহস্পতিবার সকালে মদনপুর কেওঢালা এলাকার মো. মোফাজ্জল হোসেন মিয়ার একটি পুকুরে স্থানীয়রা মাথাবিহীন এ লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দুুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর স্বজনরা তাকে চিহ্নিত করে। তবে নিহতের মা শাহিনা বেগমের দাবি বিষয়টি পরিকল্পিত হত্যাকান্ড।
নিহত তুহিন পশ্চিম কেওঢালা মো. মোফাজ্জল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া তার বাবা রকিবুল ইসলাম সুদূর রাজশাহী জেলার তানোর থানার বাসিন্দা। তারা বর্তমানে পরিবার নিয়ে বন্দরের কেওঢালা এলাকার বসবাস করে আসছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঐ পুকুরে একটি মাথাবিহীন লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিয়ে পুলিশের উপস্থিতিতে ঐ লাশটি পুকুর থেকে উদ্ধার করা হলে স্বজনরা তাকে চিহ্নিত করেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নেওয়াজ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে হত্যাকাণ্ড হতে পারে তা পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করছি।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই এর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে নানা দিক বিবেচনা করে তদন্ত কাজ চলছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।