নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : সামাজিক যোগাযোগ মাধ্যম নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান গ্রুপের মাসিক আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টার দিকে নারায়ণগঞ্জ শহরের জিমখানায় শেখ রাসেল পার্কে গ্রুপ মেম্বারদের ব্যাপক অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জস্থান গ্রুপের মিলন মেলা।
নারায়ণগঞ্জস্থান গ্রুপের মাসিক আড্ডাকে নিয়ে সব সময় নারায়ণগঞ্জস্থান গ্রুপ মেম্বারদের অপেক্ষা করতে হয় কবে আসবে সেই প্রতিক্ষা প্রহর কিন্তু যখন দিনটি আসে তখনি আনন্দ ও আড্ডার মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন। অবশেষে সেই প্রতিক্ষার প্রহর সমাপ্তি ঘটলো শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় দ্বিতীয় হাতিঝিল নামে খ্যাত শেখ রাসেল পার্কে গ্রুপের প্রায় কয়েকশত মেম্বার একত্রিত হয়ে প্রায় ব্যাপক অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি আড্ডায় কাটালো। এবারের আড্ডায় গ্রুপের অসংখ্যক মেম্বারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
নারায়ণগঞ্জস্থান গ্রুপে এডমিন রওশন আরেফিন হৃদয় আড্ডা সমাপ্তির পরিশেষে মাসিক আড্ডার সম্পর্কে গ্রুপ পোষ্টের মাধ্যমে জানান, মাসিক আড্ডা প্রোগ্রামগুলি মূলত গ্রুপের ছোট ছোট প্রোগ্রাম, প্রতি মাসে কোন এক ছুটির দিনে এই প্রোগ্রাম টি করা হয়। এই প্রোগ্রাম গুলি মূলত আমাদের নারায়ণগঞ্জস্থান পরিবারটিকে আরও বড় করার জন্য এবং আমাদের সুসম্পর্ক সম্প্রীতি যাতে শুধুমাত্র ভার্চুয়াল জীবন পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও যাতে সুসম্পর্ক সম্প্রীতি অটুট থাকে তাই করা হয় ।
তিনি আরও জানান, মাসিক আড্ডা প্রোগ্রাম গুলিতে মেম্বাররা নারায়ণগঞ্জস্থান গ্রুপ সম্পরকে ভালো দিক মন্দ দিক তুলে ধরে, সেই সাথে গ্রুপের পরবর্তী ইভেন্ট বা অংশগ্রহণ সম্পর্কে জানিয়ে দেই এবং সেই সাথে গ্রুপের পরবর্তী কার্যবলী বা অংশগ্রহণ সম্পর্কে পরামর্শ বা মতামত মেম্বারদের থেকে নেই।
এছাড়া এবারের আড্ডা তে আমরা গ্রুপের পরবর্তী প্রোগ্রাম আগামী ১৬ ডিসেম্বরের প্রথম পহরে চাষারা বিজয় স্থম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রধা জানানোর জন্য যেই র্যালিটি বের করা হবে তা নিয়ে আলোচনা হয় এবং সকল ভলেন্টিয়ার এবং মেম্বারদের জানিয়ে দেয়া হয় তারা যাতে তাদের পরিচিত মেম্বারদের র্যালিটিতে অংশগ্রহণ করার জন্য কাজ করে যায়। আশা করছি গতবারের র্যালিটি থেকে এবার দ্বিগুণ মেম্বার র্যালিটিতে অংশ গ্রহণ করবে।
তা ছাড়া এই আড্ডাগুলি ভলেন্টিয়ারদের একত্রিত করার জন্যেও করা হয় বা যারা গ্রুপের ভলেন্টিয়ার হতে চায় বা নতুন মেম্বার যারা গ্রুপের সাথে যুক্ত হতে চায় তাদের জন্যও করা হয়। এবারও প্রায় ২০ থেকে ২৫ জন নতুন মেম্বার এসেছে, যার মধ্যে বেশ কয়েকজন গ্রুপের ভলেন্টিয়ার হতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রোগ্রামের পরিশেষে এর দিকে আমরা একটি ফান সেগমেন্ট হিসেবে একটি প্রতিযোগিতার আয়োজন করি এবং প্রতিযোগিতার বিজয়িরা বিভিন্ন পুরস্কার পেয়েছেন ১ম ও ২য় পুরস্কারের স্পন্সার ছিল বুলেট টেলিকম । এবারের প্রোগ্রাম টি ভলো হয়েছে কারন এবার প্রায় অনেক মেম্বার অংশ গ্রহণ করেছে আর সব ভলেন্টিয়ার এবং মেম্বাররা তাদের মতামত তুলে ধরতে পেরেছেন।