নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম নিয়ে স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর মেজাজ হারিয়ে ফেলা উপ পরিচালক জামাল হোসেনকে ঢাকা হেড কোর্য়াটারে বদলী করা হয়েছে। বর্তমানে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন শামীম আহমদ । এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, পাসপোর্ট অফিসের নব নিযুক্ত উপ পরিচালক শামীম আহমদ। গত মঙ্গলবার ১৩ মে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
প্রসঙ্গত, গেল বছর জুলাই-আগষ্ট বিপ্লবে অগ্নিকান্ডে পাসপোর্ট অফিস পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় দীর্ঘ ৯ মাস কার্য্যালয়টি বন্ধ ছিল। পরবর্তিতে চলতি মাসের ৪ঠা মে আনুষ্ঠানিক উদ্বোধন করে নতুন রূপে কার্য্যক্রম শুরু হয়। তবে শুরুতেই গ্রাহক ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলা নজর পড়লে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চায় ওইসময় দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক জামাল হোসেনের সাথে। কারণ তার বিরুদ্ধে গ্রাহকের আবেদন ছিড়ে ফেলা সহ অসদাচরণের অভিযোগ উঠেছিল। সেসময় তিনি নিজ বক্তব্য পরিস্কার না করে উল্টো অনিয়মের বিরুদ্ধেই সাফাই দেয়। কিন্তু ক্যামেরার সামনে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানায়। যা পরবর্তিতে গ্রাহকদের অনিয়ম ও ভোগান্তি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন তুলে ধরা হয়। ফলে, যোগদানের ৩ দিন পরেই বদলী হয়ে অনত্রে চলে যায় জামাল হোসেন।