নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, ৪৭ জন শনাক্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টা হিসেবের রেকর্ডে প্রাণঘাতি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলেন এক বুদ্ধ নারী । তিনি সোনারগাঁ উপজেলার বাসিন্দা, তার বয়স ছিলো ৮০ বছর। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৫। এসময়ে নতুন করে আরও ৪৭ জন শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িযেছে ৫ হাজার ২১৮ জন। শুক্রবার ( ৩রা জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র আরো জানায়, এই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টা হিসেবে ( বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার ৮টা পর্যন্ত ) একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৪ জনের। জেলায় মোট সুস্থ্য হয়েছেন৩হাজার ৫৭৪ জন।

add-content

আরও খবর

পঠিত