নারায়ণগঞ্জে হাসপাতালে নবজাতকের মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকদের কর্তব্যে অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে দাবী নিহতের স্বজনদের।

এ ঘটনায় গাইনি চিকিৎসক ডাঃ আনুকা রায়ের নাম উল্লেখ করে নিহত নবজাতকের পিতা লিটন চন্দ্র সাহা (৩৭) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় গাইনি বিভাগের সিনিয়র নার্স ফয়জুন্নেসাসহ আরো এক নার্সের জড়িত থাকার অভিযোগ করেছেন বাদীপক্ষ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

মামলার বাদী লিটন জানান, গতকাল আমার স্ত্রী লিপি রানী সাহাকে (৩০) অন্তসত্ত্বা অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসি। বিকেলে ডাক্তার আমার স্ত্রীকে নরমাল ডেলিভারির জন্য নিয়ে যায়৷ সন্তান প্রসবের পর আমার স্ত্রী তার কান্নাও শুনতে পায়। সেসময় আমার স্ত্রী বাচ্চাকে দেখতে চাইলে নানান টালবাহানা করতে থাকে তারা। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাক্তার আনুকা আমাকে এসে বলে আমার বাচ্চা প্রায় সাত দিন আগে থেকেই গর্ভে মৃত অবস্থায় ছিল।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ জহিরুল ইসলাম জানান, আমরা অভিযোগটি আমলে নিয়েছি। সিভিল সার্জনের সাথে বসে আমরা একটি কমিটি করছে। কোন প্রকার দায়িত্বে অবহেলা পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আগামী দুই কার্যদিবসের মধ্যে স্যার আসলে আমরা এটা করবো। আমাদের কোন স্টাফ জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত