নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
সে বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে ও মালার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় গার্মেন্টস শ্রমিক। নিহতের মা শিল্পী বেগম জানান, রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুপুরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল রহিম জানান,নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে মাদক সেবন ও বিক্রি করতো। ধারণা করা হচ্ছে বন্ধুদের সাথে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।