নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ২৫ই ডিসেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।