নারায়ণগঞ্জে সল্প ভাড়া ও শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে চালু হচ্ছে নসিব পরিবহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অচিরেই চালু হতে যাচ্ছে নসিব পরিবহন প্রাইভেট লিমিটেডের বাস যাতায়াত সেবা। নারায়ণগঞ্জ-চিটাগাংরোডের অন্যতম এই পরিবহন সেবাটি দীর্ঘ ১৬ বছর শামীম ওসমান ও তার লোকজন দখল নিয়ে বন্ধ করেছিল বলে অভিযোগ তোলে সংবাদ সম্মেলনও করেছেন মালিকরা। এবার নতুরূপে যাত্রীদের সেবা দেয়ার অঙ্গিকারবদ্ধ হয়ে নসিব পরিবহন চালু হচ্ছে এমনটা জানিয়েছেন পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মির্জা।

গতকাল ১নং টার্মিনালে দেখা যায় ইতমধ্যে শুরু হয়েছে কাউন্টার এবং বাসগুলোর পুন:সংস্কার কাজ। এরআগে নসিব পরিবহনের বাসগুলোকে দখলে নিয়ে বন্ধু পরিবহন নামে চালানো হতো। তখন থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে ২৮ টাকা করে। যা এবার ৩টাকা কমিয়ে ২৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় হিসেবে কমিয়ে ১০টাকা নির্ধারণ করেছে নসিব পরিবহনের মালিকরা। ৪৫ টি সিটের ২৪টা বাস নারায়ণগঞ্জ টু চিটাগাংরোড যাতায়াত করবে। যাত্রীরা বাসগুলোর কাউন্টার সেবা পাবেন ১ নং রেল গেইট কেন্দ্রীয় বাস টার্মিনাল, চাষাড়া, নতুন কোর্ট, শিবু মাকের্ট, জালকুড়ি ও চিটাগাংরোড। আর আসার পথে সাইনবোর্ড, জালকুড়ি, নতুন কোর্ট হয়ে ১নং রেল গেইট কেন্দ্রীয় বাস টর্মিনাল থামবে এমন তথ্য জানা যায়। আল আমিন মির্জা জানান, ২০ সেপ্টেম্বর ২০০৮ সালে আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি তৎকালীন জেলা প্রশাসক এম এ রহমানের অনুমতিক্রমে যাত্রী সেবায় সড়কে চলছিল নসিব পরিবহনের বাস। আমরা যাত্রী সেবার জন্য ব্যবসা করি।

যদি কাউকে চাঁদা না দিতে হয় এভাবেই চলবে। প্রয়োজনে ভাড়া আরো কমানোর চেষ্টা থাকবে। যেনো আমরা ও লাভবান হই, যাত্রীরাও হতে পারে। আমারা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই নসিব পরিবহন চালু হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগ উঠে এমপি শামীম ওসামনসহ তার সহযোগীদের বিরুদ্ধেও। বিভিন্ন থানায় দায়ের করা হয় একাধিক হত্যা মামলা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও তার লোকজনের বিরুদ্ধে ৫০লক্ষ টাকা চাঁদা দাবিসহ জোরপুর্বক দখল এবং নির্যাতনের অভিযোগ তোলেছেন নসিব পরিবহন মালিকরা। এছাড়াও গত ২৩ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নসিব পরিবহন প্রাইভেট লিমিটেডের ভুক্তভোগী মালিকরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তারা।

add-content

আরও খবর

পঠিত