নারায়ণগঞ্জে মাঠের অভাব: এডিসি রাব্বি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বি বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধুলার জন্য অত্যন্ত উর্বর। এখানে প্রতিভাবান খেলোয়াড়দের কোনো অভাব নেই, তবে বড় সমস্যা মাঠের। ক্রীড়াক্ষেত্রে নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা একটি জাতিকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।

তিনি আরও বলেন, আজকের আয়োজনটি খুবই চমৎকার। উদ্বোধনের দিনের চেয়ে ফাইনালের দিনটি আরও বেশি রঙিন ও প্রাণবন্ত মনে হচ্ছে। ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে এ ধরনের আয়োজন করা হবে। চ্যাম্পিয়ন ও অংশগ্রহণকারী সকল দলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

ফাইনাল খেলায় নিট রেডিক্স চ্যালেঞ্জার ১৩৭ রানের বিশাল ব্যবধানে আরাব গ্ল্যাডিয়েটরসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জের সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন: নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আহমেদ রুবেল, নিট রেডিক্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ
পিএন ওয়ারিয়র্স অধিনায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিশিষ্ট ক্রীড়াবিদ মেহেদী হাসান সুমন, মাস্টার ক্রিকেট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, সাবেক ক্রিকেটার রফিকুল হাসান রিপন ও জুয়েল হোসেন মনা।

add-content

আরও খবর

পঠিত