নারায়ণগঞ্জে বড়দিনের প্রস্তুতি সম্পন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নারায়ণগঞ্জের দুটি গির্জা। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

এরইমধ্যে বঙ্গবন্ধু সড়কের সাধু পুলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। এদিকে দিনটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সাধু পুলের গির্জার সাধারণ সম্পাদক পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, বড়দিনের দিন সকাল সাড়ে ৮ টায় প্রার্থনা হবে, সাড়ে ১০টায় অতিথিদের নিয়ে কেক কাটা হবে। ক্যাথলিকদের জন্য শহরের ১৩৫ বঙ্গবন্ধু সড়কে সাধু পুলের গির্জা ও ব্যাপ্টিস্টদের জন্য সিরাজউদ্দৌলা সড়কে ব্যাপ্টিস্ট চার্চ।

নাসিকের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, জেলার দুটি গির্জাই আমার ওয়ার্ডে অবস্থিত। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারো আলোকসজ্জা ও রঙয়ের কাজ করে দেয়া হয়েছে। এছাড়া দুটি তোরণ নির্মাণ করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও ২) শফিউল আজম জানান, এরইমধ্যে দুটি গির্জায় পুলিশ নিরাপত্তা দিচ্ছে, রয়েছে সাদা পোশাকে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নজরদারি। দিনটি উপলক্ষে শহরের আলাদা পাঁচটি চেকপোস্টও বসানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত