মাস্ক পরিহিত চোরের দল সাড়ে ১২লাখ টাকা ও ২৫ভরি স্বর্ণ নিয়ে উধাও
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় দিনে-দুপুরে ঘরের তালা ভেঙ্গে প্রবাস ফেরত যুবকের বাসায় দু:সাহসিক চুরি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল পৌণে ৫টায় সিটি করপোরেশেনের ১৩ নং ওয়ার্ডের কলেজ রোড গলাচিপা এলাকার পুড়া বাড়ি গলিতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার (২২ জানুয়ারী) এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রবাস থেকে আসা মো. রহীম।
জানা গেছে, ভুক্তভোগী রহীম ওই এলাকার শিউলীর বাড়ির ২য় তলায় ভাড়া বাসায় থাকে। ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে গত এক বছর আগে স্ত্রী ও মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস করছে। প্রবাস থেকে এসে ক্ষুদ্র ব্যবসা করে জীবীকা নির্বাহ করে আসছিল সে। তবে জীবনের সমস্ত আয়ের টাকা ওয়ারড্রপে কাপড় পেচিয়ে এবং আলমীরার সিন্ধুকে স্বর্ণালংকারগুলো সংরক্ষনে রাখতো। কিন্তু ঘটনার দিন বিকাল সাড়ে ৩টায় রহীমের স্ত্রী ও মেয়ে ঘরে তালা লাগিয়ে পাশের বাসায় যায়। এ সুযোগে কে বা কারা বিকাল ৪ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখে মাস্ক পরিহিত অবস্থায় দরজাগুলোর তালা ভেঙ্গে সবকিছু চুরি করে নিয়ে গেছে। এতে করে সর্বশান্ত হয়ে গেছে রহীম ও পরিবারটি।
ভুক্তভোগী রহীম ও তার স্ত্রী জানায়, আমরা বাসায় এসে দেখি তারা প্রবেশের দরজা ভেঙ্গে ফেলেছে। পরে ভেতরে এসে দেখি সাব রুমের দরজার তালা ও ওয়ারড্রপের ১ম ড্রয়ার ভেঙ্গে সেখানে থাকা নগদ সাড়ে ১২ লক্ষ টাকা এবং ষ্টীলের আলমীরার সিন্ধুক ভেঙ্গে ২৫ ভরি ওজনের বিভিন্ন আকারের স্বর্ণালংকারসহ আমার ও আমার পরিবারের সদস্যদের সংরক্ষিত রাখা প্রয়োজনীয় কাগজপত্র নেই। পরে পাশের বাসায় থাকা সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হই, কিছু অপরিচিত লোক আমাদের বাড়ির দরজা দিয়ে প্রবেশ করেছে। আর তারা বার বার গলিতে যাওয়া আসা করেছিল। তারাই সবকিছু চুরি করে নিয়ে উধাও হয়ে গেছে। তারা মুখে মাস্ক পড়েছিল তাই চেনা সম্ভব হয় নি। তবে এ চুরির সাথে যেই জড়িত থাক, আমরা তাদের চিহ্নিত করতে পুলিশের সহযোগীতা চাই।
তাদের দাবি, পুলিশ যেন দ্রুত এসব চোরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। এছাড়া সকলের জান ও মালামালের নিরাপত্তায় পুলিশ সদস্যদের তৎপরতা আরো বৃদ্ধি করে।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানায়, আমরা অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে চুরি সংঘটিত হয়েছে। তার আলামত পাওয়া গেছে। তাছাড়া সিসি টিভি ফুটেজও দেখিয়েছে। আমরা সনাক্ত করার চেষ্টা করছি। ইদানিং বিভিন্নস্থানেই এ ধরণের ঘটনা হচ্ছে। তাই আমরাও চাচ্ছি ওদের আইনের আওতায় আনতে। পাশাপাশি ভুক্তভোগীরা যদি কাউকে সন্দেহ করে তাদের বিরুদ্ধে মামলা করলে আইনগত সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।