নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা থেকে পরিত্যাক্ত একটি দেশীয় তৈরী রিভলবার উদ্ধার করেছে পুলিশ। ১২ই মার্চ শুক্রবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে তল্লা ছোট মসজিদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের পিছনে জৈনক আবু তালেবের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত রিভলবারটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স সহ তল্লা ছোট মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি ভবনের জৈনক আবু তালেবের ঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী রিভলবার উদ্ধার করা হয়। তবে ঐ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।