নারায়ণগঞ্জে আ.লীগ-জাপা নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ফয়জুল হক ডালিম (৪৭), সদর থানার আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বিপ্লব (৪২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য আক্তার হোসেন (৩৪), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম রিপন (৪৮), রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের ওয়ারেন্টভুক্ত ১৯ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে ৫ জনকে বিশেষভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত