নারায়ণগঞ্জে অবৈধভাবে গ্যাস ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার মাসদাইরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাণিজ্যিক গ্রাহক মেসার্স প্যানডেমিক ফ্যাশনে মিটার বাইপাস করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে একটি ৩০০ কেজি/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন বয়লার ও পাঁচটি ড্রায়ার গ্যাস সংযোগের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এতে প্রতি ঘণ্টায় আনুমানিক ২৪০০ ঘনফুট, মাসিক ২৩,১৮২ ঘনমিটার গ্যাস ব্যবহার করা হচ্ছিল, যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭ হাজার ৫১ টাকা।
অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে, গ্যাস সংযোগের অবৈধ বাইপাস লাইনসহ বৈধ সংযোগ উচ্ছেদ করা হয় এবং উৎসস্থল থেকে সংযোগ বিচ্ছিন্ন (কিলিং) করা হয়। এছাড়া, হাউজ লাইনও অপসারণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, গ্যাস চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং কোনো ধরনের অবৈধ সংযোগ বরদাশত করা হবে না।
এনায়েতনগর-কাশীপুর এলাকায় পরিচালিত এ অভিযানে আবিবি-নারায়ণগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

add-content

আরও খবর

পঠিত