নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার কিংব্যাক মোনেম মুন্নার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালী, পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় মুনেম মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে বন্দর খেয়াঘাট থেকে বিভিন্ন সংগঠনের ব্যানার সম্বলিত র্যালী বের হয়। পরে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে স্বল্পেরচক প্রয়াত মুনেম মুন্নার কবর স্থানে গিয়ে পুস্পার্ঘ অর্পণ শেষে মোনেম মুন্নার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
এ সময় কিংব্যাক খ্যাত মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালী ও দোয়ায় অংশ নেন সোনালী অতিত ক্লাব, বঙ্গবীর ক্লাব, নারায়ণগঞ্জ ফুটবল এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জিকেসি ক্লাবসহ অন্যান্য ক্রীড়া সংগঠন ও সংগঠকরা।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, রিয়াদ বিশ^াস, হুমায়েন আহমেদ, শাহাজাদা, মুনেম মুন্না স্মৃতি সংসদের সভাপতি আতিক আহমেদ সিদ্দিকী, সাধারন সম্পাদক আজমল হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন, মুনেম মুন্নার ছেলে আজমান, বঙ্গবীর সংসদের সভাপতি আজমত উল্লাহ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, ফুটবলার আমান প্রমূখ।
এ ছাড়াও বন্দর বাজারস্থ বাদ জোহর মুনেম মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে পালিত হয় কিংব্যাকের মৃত্যুবার্ষিকী ঊপলক্ষ্যে মিলাদ মাহফিল ও গরিব ভোজের আয়োজন করা হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমী ও বঙ্গবীর সংদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।