নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদকে ফুল দিয়ে জ্ঞাপন করেছেন বন্দরের মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়ীয়ায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ সম্পৃক্তরা। শনিবার (১লা জুন) সকালে আলহাজ্ব এম এ রশিদ এর বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের দাতা সদস্য খায়রুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আবুল কাশেম, আলহাজ্ব আ. করিম দেওয়ান, ইব্রাহিম মিয়া, এনামুল হক আকাশ, আলহাজ্ব শফিউল্লাহ, আমান উল্লাহ, মোক্তার হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, আমিমুল এহসান ভূঁইয়া, আক্তার হোসেন ভূঁইয়া, ইসমাঈল হোসেন মাহিন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাহান মোল্লা, নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু-২, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফিক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, সহকারি শিক্ষক রতন চন্দ্র সূত্রধর ও আল আমিন, শিক্ষার্থী নাসিম ভূঁইয়া ও লাভলু ভূঁইয়া, ৪র্থ শ্রেনীর কর্মচারী শরিফ ও কাউসার প্রমুখ।
ফুল দেয়া শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে উপস্থিতরা জানান, একজন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দূরদর্শিতাসম্পন্ন নেতাকে তার প্রাপ্য সম্মান দেয়া হয়েছে। তিনি এর যোগ্যতা রাখেন। তিনি আমাদের পরম শ্রদ্ধার ব্যক্তি এবং তার মত যোগ্য ও ভাল মানুষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা অনেক খুঁশি। নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় এমপি সেলিম ওসমানের ভূমিকা অপরিসীম এবং এ কাজে সর্বাত্মক সহায়তা করেছেন এম এ রশিদ সাহেব। এজন্য আমরা অত্র স্কুলের সাথে সম্পৃক্ত সকলে তাদের কাছে ঋণী। স্কুলটির লেখাপড়ার মান উন্নয়ন সহ সকল বিষয়ে আমরা পূর্বে যেমন এম এ রশিদ সাহেবের দিক নির্দেশনা পেয়েছি, তেমনি সর্বদা তার দিক নির্দেশনা পেতে চাই। আমরা তার সর্বাঙ্গিন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।