না:গঞ্জ রাইফেল ক্লাবের রানার আপ অর্জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর ব্যবস্থাপনায় ৩০মার্চ-২ এপ্রিল ২০১৭ তারিখে অনুষ্ঠিত সুজুকি ৮ম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশীপ-২০১৭  এ  নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব রানার আপ অর্জন করে। আর্মি শ্যূটিং এসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে ।  ২য় দিনে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটার রিসালাতুল ইসলাম .১৭৭ম্যাচ এয়ার রাইফেল জুনিয়র (পুরুষ) ইভেন্টে স্বর্নপদক, .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ) ইভেন্টে শ্যূটার মাহমুদুল হাসান সজীব রৌপ্য ও .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল জুনিয়র (পুরুষ) ইভেন্টে শ্যূটার রবিউল  ইসলাম টমাস ব্রোঞ্জ পদক লাভ করল। এ নিয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল ১টি স্বর্ন,২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক লাভ করল। দলগতভাবে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব রানার আপ অর্জন করে।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটারদের সফলতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত (মহিলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হোসনে আরা বাবলী শ্যূটারদের অভিনন্দন জানিয়েছেন।

শ্যূটারদের সাফল্যে আরও অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক রাব্বী মিয়া, ক্লাবের সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার মঈনুল হক।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, ক্লাবের শ্যূটিং উপ-কমিটির আহবায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পু , যুগ্ম সম্পাদক মোরশেদ সারোয়ার সোহেল,শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস ও কার্যকরি কমিটির সকল সদস্য ক্লাবের শ্যূটার, ম্যানেজার ও কোচকে উষ্ণ অভিনন্দন এবং তাদের সাফল্য কামনা করেছেন।

add-content

আরও খবর

পঠিত