না:গঞ্জে র‌্যাব-১১ কর্তৃক একজন অপহরনকারী সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে অপহরনকৃত ৩ ব্যাক্তিতে উদ্ধারসহ অপহরনকারী সদস্য নজরূল ইসলাম @ মগা (৩৫) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় র‌্যাব-১১ এর সিপিসি-১্  এর অভিযানে ৩ জন অপহৃত ব্যাক্তিকে উদ্ধারসহ অপহরনকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। ৩ অক্টোবর সোমবার রাতে বাদী মোঃ ফিরোজ হোসেন (২৫), পিতা-মোঃ ইসমাইল আলী, সাং-রামচন্দ্রপুর, থানা-চাটমহর, জেলা-পাবনা এ/পি ধোলাইপাড়, সাবান ফ্যাক্টরীর গলি, সংগীত সিনেমা হলের পশ্চিমপার্শ্বে, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা অত্র ক্যাম্পে অভিযোগ দায়ের করেন যে, বাদী ও সাথে আরও ৩ জন মিলে একত্রে  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গাবতলী মোড়স্থ আমেনা গার্মেন্টেস এর সামনে সরিষা ভাঙ্গানোর মেশিন দ্বারা তৈল ভাঙ্গিয়ে বিক্রয় করছিল। সরিষার তৈল বিক্রি করার এক পর্যায়ে একজন ব্যাক্তি ভিকটিমদের নিকট হতে তৈল ক্রয় করে টাকা নেওয়ার জন্য গ্যারেজের মধ্যে ভিকটিমদের আসতে বলেন। ভিকটিমরা সরিষার তৈলের টাকা নেওয়ার জন্য গ্যারেজের ভিতর গেলে ভিকটিমদেরকে আটক করে রেখে ৬০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। বাদির এহেন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের ( ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ) এএসপি শাহ্ শিবলী সাদিক এবং এএসপি মোঃ ইকবাল হোসেনদ্বয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গাবতলী আমেনা গার্মেন্টস এর পাশে ইজি বাইকের গ্যারেজে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ ফরিদ (৩৮), পিতা-মৃত-তৈয়ব আলী,মোঃ শরিফ (৩২), পিতা-মোঃ জামাল উদ্দিন, সর্ব সাং-রামচন্দ্রপুর, সর্ব থানা-চাটমহর, মোঃ হাফিজুর রহমান (৪১), পিতা-মোঃ ইসমাইল কর্মকার, সাং-নুরনগর, থানা-ভংগুরা, সর্ব জেলা-পাবনা এ/পি ধোলাইপাড়, সাবান ফ্যাক্টরীর গলি, সংগীত সিনেমা হলের পশ্চিমপার্শ্বে, থানা-শ্যামপুর, জেলা-ঢাকাদেরকে উদ্ধার করেন। উল্লেখিত গ্যারেজ হতে ঐ সময়ে অপহণকারী চক্রের সদস্য মোঃ নজরূল ইসলাম @ মগা (৩৫), পিতা-মৃত-মনোয়ার আলী বেপারী, সাং-শিকিরচর, থানা-ছেঙ্গারচর, জেলা-চাদঁপুর, এ/পি- মাসদাইর গাবতলী লতিফ সরদারের বাড়ী, থানা-ফতুল্লা জেলা-নারায়নগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করেন। অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের ১ জন সদস্যসহ অজ্ঞাতনমা ২/৩ জন  পলায়ন করেন। উল্লেখ্য ঘটনাস্থল হতে আসামীর নিকট হতে মুক্তি পনের ২২ হাজার ৭ শত ৯০ টাকা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে বাদী মোঃ ফিরোজ হোসেন ধৃত আসামী এবং একজন পলাতক আসামীসহ অজ্ঞাতনাম ২/৩ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত