নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলে আনন্দের বন্যা বইছে। নেচে গেয়ে ও মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৪ মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফলাফল হস্তান্তর করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এবার নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৬৯০ জন। তারমধ্যে পাস করেছে ২৪ হাজার ৫৫ জন শিক্ষার্থী। যা শতকরা ৮৫.৪৩ শতাংশ। যা গতবারের তুলনায় ৪.৫৩ শতাংশ কম। এছাড়াও জেলায় এবার কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। এবারের এসএসসি পরীক্ষায় পুরো জেলায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯ জন।
শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। ১৮৫ জন জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়ে জেলায় ১ম অবস্থানে রয়েছে।
আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থেকে ১৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ১৭৭ জন পাশ করেন। আর সর্বোচ্চ ৮৮ জন জিপিএ ৫ পেয়ে এ স্কুলটি ২য় অবস্থানে রয়েছে । সরকারী আই.ই.টি উচ্চ বিদ্যালয় থেকে ২৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ বিদ্যালয়ে ২৬৭ জন পাস করে। আর ৭৬ জন জিপিএ-৫ পেয়ে ৩য় অবস্থানে রয়েছে।
চতুর্থ অবস্থানে আছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ। এই স্কুল থেকে ২৩৭ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩৩ জন উত্তীর্ণ হয়েছে । জিপিএ ৫ পেয়েছে ৭০ জন। নারয়ণগঞ্জ র্মগ্যান স্কুল থেকে ৫৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ স্কুলের ৫০৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮ জন। বিবি মরিয়ম স্কুল থেকে পরিক্ষা দিয়েছে ২০১ জন এর মধ্যে পাস করেছে ১৯১ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। আর্দশ স্কুল থেকে ৪৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ স্কুলের ৪৪২ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৬ জন।
নারয়ণগঞ্জ মর্গ্যান স্কুলের অধক্ষ সাইদুর রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক ও প্রাকৃতিকি দুর্যোগের মধ্যেও নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। তাদের রেজাল্ট সন্তোষজনক। আর তাতে আমারা সকল শিক্ষক অত্যন্ত আনন্দিত ও গর্বিত।