না:গঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত ৩ জন উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার থেকে পুলিশ পরিচয়ে তিন নির্মাণ শ্রমিককে অপহরণের পর জেলা পুলিশ সুপারের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ৩ ব্যক্তিসহ, নগদ টাকা, ২টি ধারালো ছুরি এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি। গ্রেফতারকৃতরা হলো- দেওভোগ পাক্কা রোড এলাকার জয়নাল আবেদীনের ছেলে রবিউল আবেদীন ওরফে রবিন (২১), নন্দিপাড়া ডিএন রোড এলাকার দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া রুহুল আমিনের ছেলে রানা (২২), একই এলাকার শাহীন মিয়ার ছেলে হৃদয় (২২), বন্দর উপজেলার সালেনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৬), পাইকপাড়া সর্দ্দার গলির অবন শেখের ছেলে মিঠু (২৭)। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

অপহৃতরা হলো- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া এলাকার মাজুম আলীর ছেলে আ: রহিম (৩০), একই এলাকার অলিয়ার রহমানের ছেলে রাকিব (২২) ও একই থানার ফুলবাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬)। এরা সকলেই বন্দর থানার মেরিন একাডেমীর ইকবাল এন্টারপ্রাইজের শ্রমিক।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকা হতে ইকবাল এন্টারপ্রাইজের তিনজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে অজ্ঞাতনামা অপহরণকারী চক্র। এ সময় বিষয়টি তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মঈনুল হককে অবহিত করা হয়। তিনি জেলা গোয়েন্দা পুলিশের আইটি শাখাকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের নিদের্শ দেন। ডিবির বিশেষ অভিযানে গ্রেফতার অপহরণ চক্রের পাঁচ সদস্য

জেলা ডিবির আইটি শাখার এসআই মফিজুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই গিয়াস উদ্দিন, এএসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি দল দেওভোগ পাক্কা রোড ও নন্দিপাড়া এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে দেওভোগ পাক্কা বেড়িবাঁধ এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার ও সঙ্গে থাকা পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে।

add-content

আরও খবর

পঠিত