নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের আয়োজনে ঈদ মেলা ঘুরে দেখেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তিনি উদ্যোক্তাদের অনুপ্রানিত করতে আসন্ন রমজান মাস জুড়ে মেলা আয়োজনের প্রস্তাব করেন। উক্ত মেলা যে সকল নারী উদ্যোক্তারা অংশ গ্রহণ করবেন তাদেরকে প্রত্যেকটি স্টলের জন্য বিনা লাভে পরিশোধ যোগ্য ১ লাখ টাকা চলতি মূলধন দিয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছেন। নারায়ণগঞ্জ ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে সহযোগীতার চলতি মূলধন প্রদান করা হবে।
বুধবার ১৭ মে বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ফেসবুকে নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের আয়োজনে উক্ত মেলাটি পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।