নরসিংদীতে বাংলাদেশি পাসপোর্ট করার সময় ৪ রোহিঙ্গা নারী আটক

নারায়নগঞ্জ বার্তা ২৪ : নরসিংদীতে বাংলাদেশি পাসপোর্ট করার সময় ৪ রোহিঙ্গা নারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মিয়ানমার থেকে নূর বিবি (১৪), আমেনা বেগম (২৩), রাশিদা আক্তার (১৬), আনোয়ারা বেগম (১৭)।

তারা সবাই স্থানীয় দালালের মাধ্যমে কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

পুলিশ জানায়, বুধবার বিকালে রোহিঙ্গা চার নারী পাসপোর্ট করার জন্য নরসিংদী পাসপোর্ট অফিসে আসেন। তারা নরসিংদী ঠিকানা দিয়ে পাসপোর্ট করছিল। এদের মধ্যে রাশিদা আক্তারের ফাইলের কাজ পুরোপুরি শেষ করেন পাসপোর্ট অফিসের কর্মতারা। বাকি তিনজনের পাসপোর্টের কাজ চলছিল।

খবর পেয়ে সদর থানা পুলিশ পাসপোর্ট অফিসে অভিযান চালায়। ওই সময় হাতেনাতে ৪ নারীকে আটক করেন।

পুলিশের হাতে গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী নূর বিবি সাংবাদিকদের বলেন, বাংলাদেশি কিছু দালাল আছে তাদের এক হাজার টাকা দিয়ে ক্যাম্প থেকে চট্টগ্রাম বাসস্ট্যান্ডে এনে বাসে তুলে দেয়। সেখানে বাসের ড্রাইভারকে আরও এক হাজার টাকা দিয়ে দালালদের মাধ্যমে নরসিংদী পাঠায়। ভালোভাবে জীবনযাপন করতেই সেখান থেকে এখানে আসা।

সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, জেলা স্পেশাল ব্র্যাঞ্চ (ডিএসবি) নরসিংদী মডেল থানাকে ঘটনা অবগত করলে পাসপোর্ট অফিসে গিয়ে চার রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

add-content

আরও খবর

পঠিত