নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সারাদেশের সঙ্গে একাতœতা প্রকাশ করে ১ লা আগস্ট সোমবার সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপ্তি জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নবীগঞ্জস্থ উইলসন রোডে অবস্থান করে গুরুত্বপূর্ণ এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গঠনমূলক আলোচনা করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠানের ম্যািেজং কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সায়মা খানমের তত্ত্বাবধানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ আয়নাল হক, হাজী মোঃ জাহাঙ্গীর আলম মৃধা, মোঃ নাসিরউদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজিজউদ্দিন, মোঃ মুকিমউদ্দিন ডিপটি, উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারি, হাবিবুর রহমান শ্যামল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন, জঙ্গীবাদ কোনধর্মেই গ্রহণযোগ্য নয়। যারা জঙ্গীবাদে অভ্যস্ত হয়েছে তারা শয়তান মোনাফেকের দল। নবী-রাসুলের আদর্শ অনুস্মরণ করে ধর্মের প্রচার করতে হবে। ইসলাম কোন মনগড়া ধর্ম নয়, আল্লাহ প্রদত্ত ধর্ম। নবী-রাসুলের জীবনযাপনের ইতিহাস আর হাদিস কোরআনের আলোকে আমদেরকে পরিচালিত করতে হবে। তিনি আরো বলেন, স্ত্রীকে অতি ভালোবাসা যায় বলে মা বলাটা যেমন নাজায়েজ, তেমনি ইসলামের নামে মানুষ হত্যা অনুরূপ জগন্যতম অপরাধ। জঙ্গীবাদ সন্ত্রাসীদের হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই। বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ এদেশে জঙ্গীবাদের কোন স্থান হবে না। যে কোন মূলে জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে।