নবীগঞ্জ কলেজ মাঠ এলাকায় অবৈধভাবে গ্যাস, বন্দর থানার হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের নবীগঞ্জ কলেজ মাঠ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজের পিছনের এলাকায় ড্রেনের কাজ হচ্ছে। আর এ সুযোগে গ্যাস চোরদের একাধিক চক্র বিভিন্ন বাড়িতে গ্যাস সংযোগ দিচ্ছে। বন্দর ফাঁড়ি পুলিশকে ম্যানেজ পূর্বক সংযোগগুলো দিচ্ছে গনি মিয়া এমন অভিযোগ স্থানীয়দের।

তথ্যমতে, গ্যাস লাইনের পাইপ স্বাভাবিকভাবে মাটির প্রায় এক ফুট নিচু দিয়ে নেয়ার নিয়ম থাকলেও এখানে হচ্ছে উল্টো নিয়ম। কারন দেখারও বলার কেউ নেই। সরকার দলীয় ব্যানারে গনি মিয়া গ্যাস সংযোগগুলো দিয়ে লাইজার প্রতি ৫০/৬০ হাজার টাকা করে নিচ্ছে। গ্যাসের পাইপগুলো পানির উপর ভাসমান এমনকি প্লাষ্টিকের পাইপ দিয়ে সংযোগ দিচ্ছে। সিটি কর্পোরেশনের গাড়ী চালক বকুল মিয়া, সি ও র গাড়ী চালক সেলিমসহ প্রায় ১০/১২ টি গ্যাসের সংযোগ দিয়েছে গনি। গ্যাস লাইন নিয়ে অনেকটা হতাশাগ্রস্থ হয়ে পরেছে স্থানীয় সচেতন মহল। যেভাবে পাইপগুলো নেয়া হয়েছে তাতে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়।

এ অবস্থা থেকে পরিত্রান পেতে ও বড় ধরনের দূর্ঘটনার কবল হতে রক্ষার জন্য অবৈধ গ্যাস চোরাকারবারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বন্দর থানা উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত