নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে অব্যবস্থাপনায় ও মাঝিদের খামখেয়ালীপনায় আবারো ট্রলার ডুবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত ১১টায় হাজীগঞ্জ খেয়াপার থেকে হোসেন মাঝির নৌকা নবীগঞ্জ অংশে আসলে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতের বেলা বৃষ্টির কারনে হাজীগঞ্জ খেয়াপারের জন্য পর্যাপ্ত ট্রলার না থাকায় প্রায় ২/৩ শতাধীক মানুষ জমে যায়। সাধারন যাত্রীরা বাড়ি ফেরার জন্য তারাহুরা করে ট্রলারে উঠতে থাকে। এসময় হোসেন মাঝি নৌকা নিয়ে হাজীগঞ্জ পারে গেলে লোকজন উঠতে থাকলেও অন্যান্য যাত্রীরা তাতে বাধা প্রদান করেন। কিন্তু তাতে কোন কর্নপাত না করে ওই মাঝি খামখেয়ালীপনা করে অতিরিক্ত যাত্রী নিয়ে আসার পথে নৌকাটি ঢেউয়ের সমক্ষীন হয়। এতে করে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ জনেরও বেশী যাত্রী থাকলেও তীরে পৌছাতে পেরেছে ৪০জনের মত। বাকিরা তীরে আসতে পারেনি। তবে নৌকা ডুবির ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় বন্দর থানার ওসি শাহিন মন্ডলসহ ফোর্স।
ডুবে যাওয়া নৌকার যাত্রী শফিক জানায়, নৌকায় ৫০জনেরও বেশী যাত্রী নিয়েছিল হোসেন মাঝি। তাকে নিষেধ করার পরেও সে তা না শুনে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা নিয়ে আসার পথে তা ডুবে যায়। এক মহিলা তার শিশু বাচ্চাকে নিয়ে নৌকায় উঠেছিল। কিন্তু মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন তীরে ফিরতে পারেনি।
নৌকার মাঝি হোসেন জানায়, নৌকা ডুবে গিয়েছিল। কিন্তু সবাই নিরাপদে উঠতে পেরেছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।