নববর্ষ উৎসবে নারায়ণগঞ্জে বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) :  ব্যাপক আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জে বরন করা হল বাংলা নববর্ষ ১৪২৪। বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রায় হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতিগুলো ছিল নজর কাড়ার মত। শোভাযাত্রায় ছিল সমৃদ্ধির প্রতীক কালো হাতি, ঘোড়ার গাড়ি ও শিশুদের যেমন খুশি তেমন সাজো রুপে বাংলা সংস্কৃতির বিভিন্ন প্রতিকৃতি। যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্যকে।

শুক্রবার সকাল ৮টায় দল, মত, র্নিবিশেষে ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে এই  মঙ্গল শোভাযাত্রাটি বেশ আনন্দঘণ পরিবেশের সৃষ্টি করে। বাঙ্গালী সাজে ও ঢোলের তালে মাতোয়ারা ছিল শোভাযাত্রায় অংশগ্রহনকারী সকলেই। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার নেতৃত্বে শোভাযাত্রাটি চাষাড়া থেকে শুরু করে শহরের ২ নং রেইল গেইট হয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ করা হয়।

এ শোভাযাত্রায় অংশ নেওয়া পুরুষদের গায়ে ছিল পাঞ্জাবী ও নারীরা পরেছিলেন শাড়ি। এসময় অনেককেই লাল ও সাদা রং কে বেশ প্রাধান্য দেয়ার পাশাপশি ছিল নীল ও হলুদ রংয়ের সংমিশ্রন। রমনীদের হাত ভর্তি ছিল কাচের চুড়ি। চুলে বেলি ফুল। শিশুরাও সেজেছে লাল, সাদার সাজে। সাধারণ পোষাকে পুরুষদের সাজও বেশ পরিপাটি ছিল। যা পুরুষদের সৌর্ন্দযকে অসাধারণ ভালা লাগা এনে দেয় রমনীদের মাঝে। বাঙ্গালীর এমন সাজ দেখার এক সুবর্ণদিন এবং পহেলা বৈশাখের হাওয়ায় গোটা নারায়ণগঞ্জ ছিল উৎসবমূখর। বাংলার এই ঐতিহ্যকে বহাল রাখতে বসেছে শহরের বিভিন্নস্থানে লোকজ মেলা। এবং নাচে গানে মুখরিত করতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক আয়োজন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঙ্গনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম নজরুল ইসলাম,  স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আলী আকবর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক মিহির সহ স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ সর্ব সাধারণ।

add-content

আরও খবর

পঠিত