নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নববর্ষের উপহার হিসেবে গাড়ি চেয়েছেন। তবে এই গাড়ি তিনি তার ব্যাক্তিগত ব্যবহারের জন্য চায়নি।নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার জন্য এই গাড়ির দাবী জানিয়েছেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য পরিবহণ সমস্যা বহু দিনের।
বর্তমানে এই থানায় দুটি সরকারি গাড়ি রয়েছে। যার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর অন্যটি উপ-পরির্দশকরা ব্যবহার করে থাকে। পরিবহনের এই সংকটের কারনে পুলিশি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানার অনেক উপ-পরিদর্শক।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানার পরিবহনের এই সমস্যাটি দৃষ্টিগোচর হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমানের। বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদিদের জন্য গার্মেন্টসের উদ্বোধনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এসময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নববর্ষের উপহার স্বরুপ সিদ্ধিরগঞ্জ থানার জন্য গাড়ি বরাদ্ধের জোরালো দাবী জানান সংসদ সদস্য শামীম ওসমান। পরবর্তীতে শামীম ওসমানের জোরালো ওই দাবীর প্রেক্ষিতে মন্ত্রী আস্বাস দেন দ্রুত ওই থানার জন্য গাড়ি ব্যবস্থা করার।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১,২,৫ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, একেএম সেলিম ওসমান, জেলাপ্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ উপ অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।