নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নবঘোষিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা। শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
ওই বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যাদের হাতে জেলা ও মহানগর যুবদলের দায়িত্ব দেয়া হয়েছে তারা সকলেই দলের ত্যাগী নেতা। আমার বিশ্বাস, আগামী দিনের আন্দোলন সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গ, শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ মহানগর ও নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটি অনুমোদন করেছেন। কমিটিতে জেলার সভাপতি করা হয়েছে শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন (চেয়ারম্যান) ও সাংগঠিনক সম্পাদক: জিয়াউল ইসলাম চয়নকে। একই সাথে নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মাকসুদুল আলম খন্দকার খোরেশদ, সাধারণ সস্পাদক মনতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশোকে।