নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম ডি অনিক ) : নদী বাচঁলে দেশ বাচঁবে, দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টি হবে। নদীর পানি রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি যার যার অবস্থান থেকে নদীর প্রতি যত্নবান হওয়া দরকার। নিজেদের অস্তিত্ব রক্ষায় দেশের নদ-নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার বিকেলে রুপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় অবস্থিত হাজি আয়েত আলী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা,পুরষ্কার ও গাছ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নদী বাচাঁ আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে ও নারয়ায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক হাজী মাসুদ খানের সার্বিক পরিচালনায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, মো.মঞ্জুরুল হক ভূইয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজি আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ড. মোহসিন আলী মন্ডল প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন অরণ্য,অর্থ সম্পাদক শেখ মো. ইকবাল,নারায়ণগঞ্জ শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী মো.লুৎফর রহমান খন্দকার, সহ-সভাপতি সেলিনা আক্তার, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, তারাবো পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: মতিন সাউদ হ হাজি আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় পুরষ্কার বিতরণ শেষে উপস্থিত সকলের মাঝে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়।