নারায়াণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ): আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নারায়ণগঞ্জের আয়োজনে শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব-২০২৩ মহাসমারোহে পালিত হয়েছে।
শুক্রবার ১৭ নভেম্বর সেন্টার,নগরখানপুর, নারায়ণগঞ্জের
শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং আয়োজনে শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব-২০২৩ মহাসমারোহে পালিত হয়েছে।
সারাদিনব্যাপী এই মহাৎসব অনুষ্ঠিত হয়
বিগত ৯ বছরের ধরে মহাৎসব করে আসছে তারিই ধারাবাহিকতায় এবারো অন্নকূট মহোৎসব, গিরি-গোবর্ধন পূজায় ।
প্রায় ৩ হাজার ধরণের নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সকাল থেকে কীর্তন মেলা, ভাগবতীয় আলোচনা, গিরি-গোবর্ধন পূজা, অন্নকূট ভোগ দর্শন ও দুপুরে হাজার হাজার ভক্তদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্থান থেকে সকলে যোগদান করেন। শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার এর অধ্যক্ষ শ্রী কৃষ্ণকান্ত দাস ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কেশব জানান, আজকে সাতদিন ব্যাপী গিরি – গোবর্ধন পূজা সারা পৃথিবী ব্যাপি পালিত হচ্ছে। আজকে এই পূজায় প্রায় ৩ হাজার ধরণের নিরামিষ রাজভোগ তৈরি করা হয়েছে।
এই মহোৎসবে কেউ যদি অন্ন দান করে একসময় তার নিকট বহুগুনে আসবে, তার কখনো অন্নের অভাব হয় না। পরিশেষে সকলে সকলের কল্যাণের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন
এই মহোৎসবে কেউ যদি অন্ন দান করে একসময় তার নিকট বহুগুনে আসবে, তার কখনো অন্নের অভাব হয় না।
পরিশেষে সকলে সকলের কল্যাণের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।