নগরীর ৩৪নং গলাচিপা স: প্রা: বিদ্যালয়ে বই উৎসব পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব- এই স্লোগানকে ইংরেজি বছরের প্রথম দিন দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করছে সরকার। মঙ্গলবার (০১ জানুয়ারি) প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এবার ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। এর আগে গত ২৪ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও অনুষ্ঠিত হচ্ছে এই বই বিতরণ কার্যক্রম। এদিন সকালে নগরীর ৩৪ নং গলাচিপা ডিএন রোড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্নভাবে বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ে উপস্থিত থেকে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান ভুইয়া, সহ সভাপতি পলাশ আহমেদ এবং প্রাক্তন সভাপতি মাহাবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ রায়, সহকারী শিক্ষক তাছলিমা আক্তার, শিল্পী সাহা, হেনা শর্মা ও উম্মে হাবীবা সহ শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।

উল্লেখ্য, দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল, ভোকেশনাল ছাড়াও বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে হচ্ছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার এই বই উৎসবের আয়োজন করে আওয়ামী লীগ সরকার।

add-content

আরও খবর

পঠিত