নারয়ণগঞ্জ র্বাতা ২৪ : নগরীর দেওভোগে পূর্ব শত্রুতার জের ধরে হারুনুর রশিদ (২৮) গার্মেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার মধ্যরাত ৩টায় ফতুল্লা থানাধীণ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শরিফউদ্দিনের ছেলে নিহত হারুনুর রশিদ দেওভোগ নাগবাড়ি এলাকাতে কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
নিহত পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, হারুনুর রশিদ ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে ‘এআরএস’ নামের একটি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার শ্রমিক। রাতের ডিউটি শেষে শহরের দুই নং রেল গেট এলাকা থেকে রিকশায় দেওভোগের বাসায় ফিরছিল হারুনুর রশিদ। দেওভোগে একটি ব্যাটারী চালিত অটো রিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত হারুনুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে পরে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।