নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি) : নগরীর গলাচিপা এলাকায় সন্ত্রাসীর সঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যের গোলাগুলির ঘটনায় ইয়াসিন আরাফাত (২৫) গুলিবিদ্ধ হয়েছে। ৭ আগস্ট সোমবার রাত সাড়ে ১০টায় স্কলার্স কানাডা নামক ইংরেজী কোচিং সেন্টারের পাশে এ ঘটনাটি ঘটে। আহত ইয়াসিন আরাফাত গলাচিপা এলাকার বাসিন্দা।
জানা গেছে, ডিবির একটি দল উল্লেখিত এলাকায় টহল দেওয়ার সময় ইয়াসিন আরাফাত তাদের উদ্দেশ্যে করে গুলি ছুড়ে। এরপর ডিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ইয়াসিন আরাফাত গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গুলি সহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মফিজুল ইসলাম নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন গলাচিপা এলাকাস্থ জামে মসজিদের ২০০ গজ উত্তরে রেল লাইনের পূর্ব পার্শ্বে স্কলার্স কানাডা নামক ইংরেজী কোচিং সেন্টারের সামনে ডিবির এসআই মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের এক পর্যায়ে আরাফাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার এবং তার দখল হইতে ০৪ রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় কোন পুলিশ সদস্য এবং জনসাধারণ হতাহত হয় নাই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে।