নগরীতে অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার সহ ৭ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা ও চোলাই মদ সহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া এই অভিযানটি পরিচালনায় ছিলেন এসআই শফিক, এসআই ফারুক, এসআই আজিজুল হক ও এএসআই সুব্রত। এসময় চাষাড়া আঙ্গুরা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে আওলাদ হোসেন (৩৫) ও সোহেল (২৫) ৩০ পিছ ইয়াবা, বাবুরাইল এলাকা হতে হাসি বেগম (২৮) ২০৪ পিছ ইয়াবা, হাজ্বিগঞ্জ চেকপোষ্টে শাহীন মিয়াকে (৩৫) ১৪০ পিছ ইয়াবা, টানবাজার হতে হিরা (২২), সাব্বির (৪০), ফরমান (৫০) কে ১৪ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত