বর্জ্য অপসারণে ফুটপাতে চলাচলে পথচারীদের স্বস্তির নি:শ্বাস
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র্দীঘ ভোগান্তি শেষে সড়কের পাশে চলাচলের ফুটপাতে রাখা বর্জ্য অপসারণে কাজে লেগেছে নাসিক কর্মকর্তা। ১৪ ই মে সোমবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ র্কাযক্রম। এতে নগরবাসীর মাঝে ফিরে আসে স্বস্তির নি:শ্বাস।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশের ফুটপাতে সারিবদ্ধভাবে ফেলে রাখা ড্রেনের অনেকাংশের ময়লা সরিয়ে নিয়েছে নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা। এই ময়লা ফুটপাত থেকে সরিয়ে নেয়ার কারণে ফুটপাতের চলাচলে স্বস্তির নি:শ্বাস ফেলছে পথচারীরা। সচেতন পথচারীরা এখন স্বাচ্ছন্দে হাটাঁচলা করতে পারছে। পাশাপাশি সড়কের পাশে মার্কেটগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন পথচারী সংবাদকর্মী ও নাসিক কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, র্দীঘদিন ধরেই আমরা এসব নোংরা ময়লা বর্জ্য পাড়িয়েই চলাচল করছিলাম। এতে করে কখনো হাটতে গিয়ে পা পিছলে ফুটপাতে রাখা ওই ময়লা বর্জ্যে পড়ে গিয়ে জামা কাপড় নোংরা হওয়ার ঘটনাও ঘটেছে। তবে সংবাদকর্মীরা এ দুর্ভোগ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করায় অবশেষে আমরা পরিত্রান পেয়েছি। নাসিক কর্মকর্তারা আমাদের দুর্ভোগ লাঘবে দ্রুত র্কাযকর পদক্ষেপ নেওয়ায় আমরা কৃতজ্ঞ।
এ ব্যপারে পরিচ্ছন্ন কর্মীদরে সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে এই ময়লা সরিয়ে নিতে বলা হয়েছে। দুপুর থেকে এই কার্যক্রম শুরু করে রাতে তাদের কাজের সময় শেষ হলেও র্সবসাধারণের স্বার্থে অনেকাংশ র্বজ্য অপসারণ করা হয়।
পরিচ্ছন্ন কর্মী আরও বলেন, যেহেতু আমাদের ওভার টাইম করার নির্দেশ দেয়নি তাই আজ বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে বিবাহ ঘর সংলগ্ন ফুটপাত র্পযন্তই কাজ সমাপ্তি করেছি। আগামীকালও এই কাজ চলতে পারে।
প্রসঙ্গত, গত কয়দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় শহরতলীর বিভিন্ন এলাকার সড়ক ও বাসাবাড়ি। এজন্য পরিষ্কার করা হয়েছিল শহরের ড্রেনগুলো। তবে ড্রেন পরিষ্কার করা হলেও অপরিকল্পিতভাবে যত্রতত্র ফেলে রাখা হয়েছিলো বর্জ্যগুলো। এসব বর্জ্য ফুটপাতে পড়ে থাকায় যেমনি দূর্ভোগের সৃষ্টি হয়েছিলো, তেমনি দূষিত হয় পরিবেশ। এমন অবস্থায় পথচারীদের চলাচলের ফুটপাত ডাস্টবিনে পরিণত হয়ে গিয়েছিলো। নোংরা ময়লা মাড়িয়েই চলতি মানুষ পড়েন ভোগান্তীতে।