নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে সেই বৃদ্ধ ফরিদ এর পাশে টিম খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি খাদ্য সহায়তা হটলাইন ৩৩৩ এ ফোন দিয়ে সরকারি খাদ্য সহায়তা চেয়ে শাস্তি পাওয়া সেই বৃদ্ধ ফরিদ উদ্দিনের পাশে দাড়িয়েছে টিম খোরশেদ। এ সময় ফরিদকে প্রায় এক মাসের খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ সহায়তা দেয় টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা। ২৬ই মে বুধবার রাতে ফরিদ উদ্দিনের নাগবাড়ীর বাসায় গিয়ে তাদের খোজ খবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান স্বেচ্ছাসেবকরা।

এ সময় তার পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী ও তার প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য স্বল্প নগদ অর্থ তুলে দেন টিম খোরশেদের সদস্য ও টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এ সময় উপস্থিত ছিলেন টিম মেম্বার জয়নাল আবেদীন, আলী সাবাব টিপু, হাফেজ শিব্বির ও রাজু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত