নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরে নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রয়ের অপরাধে আলিফ ট্রের্ডাস নামে এক প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা। আজ ২৪ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। এ সময় ৪ টি সেলাই মেশিন জব্দ করা হয়। অভিযানের সহযোগিতায় এ সময় বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে ২৪ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বঙ্গবন্ধু রোডের উকিলপাড়া এলাকায় অবস্থিত আলিফ ট্রের্ডাস নামক প্রতিষ্ঠানকে নকল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর ৫০ ধারায় নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এ সময় নকল ৪টি সেলাই জব্দ করা হয়।