নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া শেখ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদ খন্দকার, সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার মুন্নি, ৩ নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ, বিএনপি নেতা মোশারফ হোসেন, মো. আলী আক্কাস, রুবেল মিয়া-১, মো. কবির হোসেন, মো. শরীফ মিয়া, মো. ইসমাইল হোসেন, যুবদলের নেতা মামুন মিয়া, সাব্বির আহম্মেদ, আব্দুল গাফফার, মো. বিজয়, রুবেল-২, রাসেল মিয়া, সজীব হোসেন, মো. জনি, মোহাম্মদ আলীসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।