ধানের শীষ প্রার্থী কাশেমীকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থ কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে যান। এসময় এসপি কাশেমীর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাশেমী জানান, তিনি অসুস্থ বোধ করায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ডাক্তার দেখাতে যান। কিন্তু কি ধরণের অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে গেছেন তা জানাননি কাশেমী। এরপরই তাকে দেখতে এসপি হাসপাতালে যান।

add-content

আরও খবর

পঠিত