ধানের শীষের পক্ষে যারা মাঠে নামবে না তাদের বিএনপি করার অধিকার নেই- তৈমুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ঘরে বসে না থেকে দলীয় প্রার্থী এবং ধানের শীষ প্রতিকের জন্য মাঠে না নামলে আগামী আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আপনাদের পক্ষে কোন নেতা কর্মী নির্বাচনী মাঠে নামবে না। আওয়ামীলীগ কে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হলে বিএনপি কে মাঠ পর্যায় থেকে তৈরী হতে হবে। আর আমরা যদি ইউনিয়ন পর্যায় থেকে শহীদ জিয়ার ধানের শীষ প্রতিকের পক্ষে থাকতে এবং ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করতে সাহসী ভূমিকা রাখতে না পারি, তা হলে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ কে কি ভাবে মোকাবেলা করবো।

যারা আগামীতে এমপি বা উপজেলা চেযারম্যান প্রার্থী হতে চান তাদের কেও এমন পরিস্থিতিতে পড়তে হবে। ঘরে বসে থেকে এমপি বা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন পাওয়ার দিন শেষ। তারা ধানের শীষ প্রতিকে নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে। ইউপি নির্বাচনে ধানের শীষের পক্ষে যারা মাঠে নামবে না তাদের বিএনপি করার অধিকার নেই। তিনি আগামী নির্বাচনে এমপি ও উপজেলা চেয়ারম্যান পদ প্রত্যাশীদের মাঠে নামার কঠোর নির্দেশনা প্রদান করেন। ১৩ এপ্রিল বুধবার সকালে মাসদাইর মজলুম মিলনায়তনে  এনায়েত নগর ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এডঃ আলমগীরে পক্ষে ৯ টি ওর্য়াডে ওঠান বৈঠক করার লক্ষ্যে প্রস্তুুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী এডঃ মাহমুদুল হক আলমগীর, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, মোস্তফা কন্ট্রাকটর, নাদিম হাসান মিঠু, সিরাজুল  ইসলাম, ছিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দিন প্রধানসহ প্রমুখ।

সভায় তৈমুর আলম খন্দকার জানান,  আগামী শুক্রবার থেকে এনায়েত নগর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ৯টি ওর্য়াডে ওঠান বৈঠক শুরু হবে। প্রতিটি ওর্য়াডের সভাপতি কে আহবায়ক এবং সাধারন সম্পাদক কে সদস্য সচিব করে গঠন করা হবে নির্বাচন পরিচালনা কমিটি। ২০ দলীয় নেতাকর্মী ও অংগ সংগঠনের নেতাকর্মীরা সদস্য থাকবে।
বিএনপির ৭ নেতার অব্যাহতি দেয়া প্রসংগে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে তৈমুর আলম বলেন,তূণমূলের নেতাকর্মীরা আমার কর্মকান্ডের মূল্যায়ন করবে। তিনি ৯ টি ওয়ার্ডের ওঠান বৈঠকে ধানের শীষের সন্মান রক্ষার্থে ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো ঃ শাহ আলমসহ সকল নেতাকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে  সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

এদিকে কেন্দ্রীয় বিএনপির এক সূত্রে জানা যায়, তূণমূল নেতা কর্মীদের জোড়ালো দাবীর মুখে নারায়ণগঞ্জে ইউপি নির্বাচন থেকে সরে যাওয়া এবং ধানের শীষ প্রতিকের বিরুদ্ধে অবস্থান নেয়া বিএনপি নেতাদের অব্যাহতির পদক্ষেপ নেয়ার কেন্দ্র থেকে তৈমুর আলম খন্দকার কে সাধুবাদ জানানো হয়েছে। ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের নজির বিহীন এহেন হালে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় বিএনপি। চলছে তথ্য সংগ্রহ। অভিযুক্তদের  নিকট চাওয়া হচ্ছে কৈফিয়ত। জেলার থানা পর্যায়ের নেতাকর্মীরা তৈমুর আলম খন্দকারে এ পদক্ষেপ কে সাহসী উল্লেখ্য করে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা বেঈমানদের চিহ্নিত করার দাবী তুলেছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত