ধলেশ্বরীতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মীরকাদিম পৌরসভা এলাকায় ধলেশ্বরী নদীর তীরে সোমবার (৮ এপ্রিল) তিনটি রাইস মিল ও ৪টি সমিলসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক মো. শহীদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপ্তিময়ী জামান ও মোস্তাফিজুর রহমান বলেন, দুই দিনব্যাপী অভিযানের প্রথম দিনে তিনটি রাইস মিলের আংশিকসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। জব্দকৃত গাছ ও কাঠ নিলামে সাত লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া পরিবেশ আইনে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোটের্র নির্দেশে নদী রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, রাজধানীর চারিপাশে নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ দখল রুখতে ওয়াকওয়ে, বনায়ন করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত