ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্যামল গ্রেফতার, দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনার মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কাশিপুর ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনায় শ্যামল প্রভাব খাটিয়ে ধর্ষকের পক্ষ নিয়ে বিচার করে এবং ধর্ষককে নিজ জিম্মায় ছেড়ে দেয়। এর ফলে ধর্ষিতার দায়েরকৃত মামলার অভিযোগের প্রেক্ষিতে ধর্ষককে সহায়তা করার অপরাধে শ্যামল এবং ধর্ষণের অভিযোগে মূল ধর্ষককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারী ) দুপুরে তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়। এসময় সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে শ্যামলের ক্যাডার বাহিনী হামলা চালিয়ে ছবি তুলতে বাধা প্রদানসহ ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেস্টা করে ও সাংবাদিকদের লাঞ্ছিত করে। এ সময় পুলিশ হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ময্গলবার  বেলা সাড়ে ১২টার দিকে থানা থেকে আদালতে পাঠানো হয় আসামী শ্যামলকে। এসময় শ্যামলের মুখে মাক্স ও চাঁদর পড়িয়ে মুখ ঢেকে গাড়িতে তোলা হয়। এর আগে থানার ভিতরে জড়ো হয় শ্যামলের লালিত অর্ধশতাধিক ক্যাডার বাহিনী। থানার লকাপ থেকে আসামী শ্যামলকে বের করার পরই তার চারপাশ ঘিরে ধরে শ্যামলের ক্যাডাররা। আসামীকে পুলিশ প্রটোকল দিতে দেখা যায়নি। এসময় উপস্থিত সংবাদ কর্মীরা আসামীর ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে আসামীর ক্যাডার বাহিনীরা থানার ভেতরেই সাংবাদিকদের উপর চড়াও হয়। একর্যায়ে হামলা চালিয়ে পেশাগত কাজে বাধা দেয়।

ঘটনার সময় উপস্থিত থাকা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস.আই মোবারক এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি উল্টো আসামী ও বহিরাগত ক্যাডারদের পক্ষ নিয়েই সাংবাদিকদের উপর চড়াও হন এবং ছবি তোলায় বাধা দেন। উপস্থিত সাংবাদিক মহল বিষয়টি ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াত হোসেনকে অবগত করলে সাংবাদিকদের তোপের মুখে লিটন নামে এক হামলাকারীকে আটক করে পুলিশ। লিটন আসামী শ্যামলের চিহ্নিত সহযোগি।

এবিষয়ে দুপুর ২টার দিকে সাংবাদিকদের সাথে বৈঠক করেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ ও লজ্জা জনক। আমরা ইতি মধ্যে একজনকে আটক করেছি। ফুটেজ চেক করে অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোবারক এর বিষয়ে ওসি বলেন, তার বিষয়টি আমরা দেখবো। দায়িত্বে অবহেলা বা ত্রুটির প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত শ্যামল কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ই  চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। তবে এবার ধর্ষককে সহায়তা করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের   আনিছুর রহমান শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কাশিপুরের খিলমার্কেট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত