নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
জানা গেছে, এক মাস ধরে স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে ছাত্রলীগ সভাপতি আনোয়ারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্ক ঘটায় সে। সর্বশেষ শুক্রবার বিকালে আনোয়ারের বাড়িতে ওই নারীকে তার মোবাইলে ডেকে পাঠান। তার বাড়িতেই একটি কক্ষে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে।
রাত ১টার দিকে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে গিয়ে সবাইকে বিষয়টি অবহিত করেন। এবিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো বিচার না পেয়ে রোববার সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে আনোয়ারকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দেন। মামলা নং-২৭(৪)১৮ইং।
আড়াইহাজার থানা এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা (সাবেক) আবু তাহের জানান, বৃহম্পতিবার নারান্দী এলাকা থেকে জেলা ডিবির পুলিশ তাকে গ্রেফতার করে।