ধর্ষণের বিরুদ্ধে সচেতনতায় লিফলেট দিলো স্টপ রেপ ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : স্টপ রেপ ক্যাম্পেইন এর নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে ধর্ষণ এর বিরুদ্ধে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ৫ই ডিসেম্বর রবিবার সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়। ২ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালনকালে এসময় শহরের চাষাড়া সহ বিভিন্ন মার্কেট, স্কুল-কলেজ, বাস-স্ট্যান্ড ও ফুটপাত এবং বিভিন্ন সাধারণ মানুষের হাতে এই লিফলেট বিতরণ করা হয়েছে।

স্টপ রেপ ক্যাম্পেইন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি উম্মে হাবিবা আলভী নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে জানান, সারা বাংলাদেশ সংগঠন বৃস্তিতির জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, জামালপুর সহ আরও কয়েকটা অঞ্চলে আমাদের শাখা রয়েছে। ধীরে ধীরে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবো, ইনশা আল্লাহ্। তিনি আরো জানান, আমরা ধর্ষণ বন্ধের বিরুদ্ধে কাজ করে যাবো। আজকে আমরা নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ করেছি। ধর্ষণ এর বিরুদ্ধে বাকি জেলাগুলাতেও আমরা বিভিন্ন ভাবে কাজ করে যাবো ।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, দপ্তর-সম্পাদক আব্দুর রহমান শিপু, অর্থ-সম্পাদক মো. রাজিব, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বি, কেন্দ্রীয় কার্যকারী সদস্য মো.আশ্রাফুল ইসলাম নিরব, নারায়ণগঞ্জ জেলার সদস্য মো. আফসার, মো. মেহেদি হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত