ধর্ষণের ঘটনা আপসের চেষ্টা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় আপস মিমাংসার চেষ্টা এবং থানায় আসতে বাধা দেয়ায় স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ই আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন : সাতগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিজউদ্দিন ও এলাকার মাতব্বর আবুল হোসেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে এই ঘটনাটি গত ২রা আগস্ট ঘটলে ও ইউপি সদস্য গ্রাম্য মাতব্বরের বাধার কারণে ৫ই আগস্ট বৃহস্পতিবার থানায় মামলা হয়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গত ২রা আগস্ট এক কিশোরী (১৩) তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে টেশপাড়া গ্রামের জুম্মানের ছেলে তাজিমুল (৪৫) তাকে একই গ্রামের দেলোয়ারা বেগমের পরিত্যক্ত বসত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তার ডাক চিৎকারে বাড়ির মালিক দেলোয়ারা বেগম তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষণকারী পালিয়ে যায়। পরে এই ঘটনা মিমাংসার জন্য সাতগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিজউদ্দিন ও এলাকার মাতাব্বর আবুল হোসেন ধর্ষিতার পরিবারকে বিভিন্ন প্রলোভন দেখায় এবং থানায় মামলা করতে নিষেধ করেন।

পরে ২ দিন পর এই ব্যাপারে কিশোরীর নানা সফিকুর রহমান ৫ই আগস্ট বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে ইউপি সদস্য ও মাতব্বর আবারো মামলা আপস মিমাংসার প্রস্তাব দিলে থানা পুলিশ তাদের আটক করে নারায়ণগঞ্জ কোর্টে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান আরো জানান, বাধা দেয়ার অভিযোগে ইউপি সদস্য ও মাতব্বরকে গ্রেফতার করা হয় এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। ইউপি সদস্য ও মাতব্বরকে এই মামলায় আসামি করা হয়েছে। কারণ তাদের কারণে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

add-content

আরও খবর

পঠিত