ধর্ম ও রাজনীতি মানুষের কল্যাণে হলে সেটা পুণ্যের কাজ : প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজনীতিকে ব্যবহার করে দেশে অপকর্ম হচ্ছে বলে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও  সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন,  ধর্ম ও রাজনীতিকে যদি মানুষের কল্যাণে ব্যবহার করা যায় তবে সেটাই হবে পুণ্যের কাজ। নারায়নগঞ্জ একটি ঐতিহ্যবাহী জায়গা। এই নারায়ণগঞ্জের অনেক ইতিহাস রয়েছে। একটি অসাম্প্রদায়ীক সংষ্কৃতিমনা শহর নারায়ণগঞ্জ। যে কারনেই এর প্রতি একটি ধারণা এবং ভালোবাসা রয়েছে। শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষ্যে বৃহষ্পতিবার (২১ মার্চ) রাতে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে বার্ষিক উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জে একক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অনেক কথা আমরা শুনি, অনেকে অনেক কথা বলেন। কিন্তু ত্যাগ স্বীকার কে করেন আপনারা তো ভালোই জানেন, আমরাও কিছু জানি। বাংলাদেশে হাতে গুনা কয়েকটা বাঙালি জুটমিল ছিল তার মধ্যে তাদের একটা ছিল সরোয়ার জুটমিল। এখন সেটা নাই।

তিনি আরো বলেন, সংসদে ৩০০ সাংসদ এমনকি প্রধানমন্ত্রীও গালে হাত দিয়ে শামীম ওসমানের বক্তব্য শোনেন। নারায়ণগঞ্জের যে বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং যে পরিবারের আমি শ্রদ্ধা করি সেই ওসমান পরিবারের সাথে আমাদের পরিবারের কোন তুলনা চলবে না। আমরা তাদের পরিবারের চেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর।

তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা একটি অসাম্প্রদায়িক দেশে বাস করছি, যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিরোধ নেই।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ একেএম শামীম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, মেহেদী সিদ্দীক, এফবিসিসিআই এর পরিচালক, প্রবির কুমার সাহা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত